শিপ্রা ব্যানার্জীর কলমে 'পরিবেশ' [পেত্রার্কিয় সনেট, ছন্দ -অক্ষরবৃত্ত - তারিখ: ২৭/৫/২৫]

 

                                                          পরিবেশ  

                                                                                      শিপ্রা ব্যানার্জী

জলের কাছে আমার বহু ঋণ আছে,

 তেষ্টা মেটে রুদ্র গ্রীষ্মে, প্রখর তপনে,

আকাশের কাছে মোর ঋণ স্মরি মনে,

মেঘের ছাতাটি বিশ্বে ধরে শির মাঝে।

মাটির  ঋণ আমার  সকালে ও সাঁঝে

মাটিকে তাই মা বলি, শয়নে স্বপনে,

সবুজ ক্ষেতের মাঝে  ফসল বপনে,

গাছেদের অক্সিজেন মানুষের কাছে।


নির্বিচারে গাছ কেটে বিশ্ব উষ্ণ করে,

মানুষের  কর্মে নামে প্রকৃতির রোষ,

পাখিরা  গানের সুরে  ঘুমটা ভাঙায়।

সারাটা জীবন ঋণী প্রকৃতির পরে,

বিশ্ব পরিবেশ মানি  পাঁচ জুনে তোষ,

প্ৰিয় পৃথিবীকে সূর্য লালেতে রাঙায়।

Editor's Note: 

A Petrarchan sonnet, also known as an Italian sonnet, is a fourteen-line poem with a specific structure and rhyme scheme. It's divided into two main parts: an octave (eight lines) and a sestet (six lines). The octave typically poses a question or introduces a problem, while the sestet resolves or comments on that issue. 

Comments