"চেতনা" শিপ্রা ব্যানার্জী

 

                                                                   চেতনা 

                                                                                               শিপ্রা ব্যানার্জী

চেতনার মাটি খুঁড়ে

জন্ম নিয়েছে যে বিস্তৃত অনুভূতি,

তাকে সযত্নে বাঁচিয়ে রেখেছি।

হাজার ঝড় ঝাপটা সয়ে

ডালপালা মেলে যে দুর্মর চারাগাছ,

সে বাস্তবের মরুভুমিতে

কিভাবে ফুল ফোটায়

আজও বুঝিনি।

অনশ্বর চেতনা তাকে ভুল পথ

থেকে সরিয়ে আনে আজীবন।

জলের গভীরে হারানো আংটির  মত

শ্যাওলা সবুজ বিশ্বাস তাই

মাথা তুলে বাঁচে।

চেতনার লাল নীল অনুভূতি তাই

খুব দামী মনে হয়।

অবিনাশী  প্রতিশ্রুতি যেমন ঢাকা থাকে

অন্ধকার জঙ্গলের অচেনা পথে,

মাটি খুঁড়ে তাকেই বের করে নিই,

আদিম পর্বতের গুহার

অন্ধকার থেকে।

Comments